চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) অনুসারে বুধবার সকালে চীনের সিচুয়ান প্রদেশের ইবিন শহরের জিংওয়েন কাউন্টিতে একটি ৫.১-মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। জানা গিয়েছে, আজ সকাল ৭টা ৫০ মিনিটে (বেইজিং সময়) কম্পনটি ঘটে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে ২৬শে মার্চ চীনের কিংহাই প্রদেশে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ভূমিকম্পটি আজ সকাল ১২.২১ মিনিটে প্রদেশের ডেলিঙ্গা শহরে আঘাত হানে। চীন আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টারের মতে, ভূমিকম্পের কেন্দ্রটি শহর থেকে ১২৬ কিলোমিটার দূরে ও ১০ কিলোমিটার গভীরতায় হয়েছিল।