শুক্রবার অর্থাৎ ২২শে এপ্রিল বিশ্ব বসুন্ধরা দিবস (অর্থ ডে)। সারা বিশ্বের পাশাপাশি শহর শিলিগুড়িতেও দার্জিলিং জেলা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পালন করা হলো এই দিনটি। বসুন্ধরা দিবস উপলক্ষে এদিন শিলিগুড়ি বাঘা যতীন ময়দানের সামনে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হলো বসে আঁকো প্রতিযোগিতা, এদিন প্রায় ৭০জন শিক্ষার্থী এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে।
এদিন দার্জিলিং জেলা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি ড: গোপাল দে জানান, পৃথিবী একমাত্র গ্রহ যেখানে মানুষ ও অন্যান্য জীবেরা একসাথে এক অনুকূল পরিবেশে বসবাস করে থাকে তাই এই বসুন্ধরা দিবসে আগামী প্রজন্মকে প্রকৃতি ও পরিবেশ নিয়ে আরো সজাগ করে তুলতে তাদের এই উদ্যোগ।
শুধু শহর শিলিগুড়িতে নয় পশ্চিমবঙ্গের আরো বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে পালন করা হচ্ছে বসুন্ধরা দিবস।