রাত পোহালেই প্রথম দফায় লোকসভা ভোট।আলিপুরদুয়ার ও কোচবিহারের পাশাপাশি ভোট হতে চলেছে জলপাইগুড়ি লোকসভা আসনে। জলপাইগুড়ির সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ ও পার্শ্ববর্তী উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস এলাকায় রয়েছে ডিসিআরসি সেন্টার।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোটকর্মীদের যাতায়াতের জন্য মূলত দুটি ডিসি আরসি সেন্টার।জলপাইগুড়ির এবং মালবাজারে। জলপাইগুড়িতে ৫টি বিধানসভা ও মালবাজারে ২টি বিধানসভার জন্য সেন্টার খোলা হয়েছে। দুই সেন্টার মিলিয়ে প্রায় ১৬০০ বাস সহ অন্যান্য গাড়ি রয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে ভোটের দায়িত্বে থাকা কর্মীরা এসে নিজেদের দায়িত্ব বুঝে ইভিএম বক্স নিয়ে বুথের উদ্দেশ্য রওনা হচ্ছেন।জলপাইগুড়ি সেন্টারে প্রায় ৯০০ গাড়ি রয়েছে ভোট কর্মীদের জন্য।