সকাল সকাল হাতির হানা, অতিষ্ট গ্রামবাসী

সাতসকালে গ্ৰামে দাপিয়ে বেড়াল বুনো হাতির দল। সকালে ঘুম থেকে উঠে বুনো হাতির মুখোমুখি হল বাসিন্দারা।

ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের দলসিংপাড়া গোপাল বাহাদুর বস্তি এলাকায়। গতকাল রাতে দলসিংপাড়া গোপাল বাহাদুর বস্তি এলাকায় বক্সা জঙ্গল থেকে বুনো হাতির দল প্রবেশ করে এলাকায় ব‍্যাপক তাণ্ডব চালায়। এলাকার বাসিন্দাদের ঘর ভেঙ্গে দেয়, সুপারি বাগান নষ্ট করে। শনিবার সকাল ওবধি বুনো হাতির দল এলাকায় তাণ্ডব চালায়।

এলাকার বাসিন্দা দিওয়ান ছেত্রীর ঘর ভেঙ্গে দেয় বুনো হাতি।
দিওয়ান ছেত্রী বলেন, “বৃদ্ধ বাবা ও মা কে নিয়ে ঘর থেকে পালিয়ে প্রাণ বাঁচিয়েছি।”

এলাকার বাসিন্দারা জানান, তাদের পেশা হচ্ছে সুপারি চাষ। আগে ধান,ভুট্টা চাষাবাদ করত কিন্ত এই বুনো হাতির হানায় ধান, ভুট্টা, শাক-সবজি চাষাবাদ ছেড়ে সবাই সুপারি চা বাগান কাজ শুরু করেন। কিন্তু বর্তমানে হাতি সুপারি বাগানেও ক্ষয়ক্ষতি করছে। গতকাল রাত ও শনিবার সকালে বুনো হাতির দল এলাকার অনেক সুপারি গাছ ভেঙ্গে দিয়েছে।