পূর্বে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে জী৫-এর বাংলা স্লট বৃদ্ধি

পূর্ব ভারত জী-এর একটি গুরুত্বপূর্ণ বাজার। তাই এই অঞ্চলে ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে বাঙালী দর্শকদের কথা মাথায় রেখে জী৫ বিশেষ প্রোগ্রামের অন্তর্গত বাংলা বিষয়বস্তুর স্লট বাড়িয়ে দিয়েছে। উল্লেখ্য আরও বেশি করে বাংলাভাষী শ্রোতাদের কাছে পৌঁছাতে বিভিন্ন নাট্য/ সিনেমা ব্লকবাস্টারের মাধ্যমে জী৫  তার বাংলা স্লট বাড়িয়েছে। ফলে বাঙালী দর্শকরা এখন থেকে তাঁদের জনপ্রিয় জী৫ চ্যানেলে প্রতি সপ্তাহে একটি নতুন জনপ্রিয় বাংলা সিনেমা দেখতে পাবেন।

অক্টোবর-নভেম্বরে জী৫ প্ল্যাটফর্মে  অভিযাত্রিক, হৃদয়পিন্ডো, আগন্তুক, হেরোকগোরের হায়ার, অন্তরধন, আম্রপালি এবং সঞ্চয় অ্যাকাউন্টের মত সিনেমা গুলি প্রদর্শিত হয়েছে এবং হবে। সব ধরনের দর্শকদের কথা মাথায় রেখে সিনেমার বিষয়বস্তু নির্বাচন করার সময় রোমান্স, ক্রাইম থ্রিলার, কমেডি, অ্যাডভেঞ্চার  ছাড়াও অন্যান্য বিষয়বস্তু সহ বাংলা বিনোদন শিল্পের বড় শিল্পীদের অভিনীত সিনেমার সঙ্গে ছোট শিল্পীদের অভিনীত শিল্পীদের সিনেমাকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে।

 যাতে সব  বয়সের দর্শকরাই উপভোগ করতে পারেন। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে এই সল্টটি। জী৫ ইন্ডিয়ার চিফ বিজনেস অফিসার মনীশ কালরা বলেন, পূর্ব ভারত আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। সেই কথা মাথায় রেখেই এই পাওয়ার প্যাকড এন্টারটেনমেন্টের লঞ্চ করা হয়েছে।