ঘোষনা করেছিলেন পূর্বেই তবে এবার তা কার্যকরী করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী

করোনার দ্বিতীয় ধাক্কায় নাজেহাল আমজনতা। চারিদিকে শুধু হাহাকার চিত্র। বাড়ছে হাসপাতালের শয্যার সমস্যা। এই পরিস্থিতিতে তৎপরতার সঙ্গে কাজ করছে রাজ্য সরকার। বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে সেফ হোম। এই উদ্যোগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনেই করোনা হাসপাতালে পরিণত করা হল পুলিশ হাসপাতালকে। ভবানীপুর কলকাতা পুলিশ হাসপাতাল বদলে হল করোনা চিকিৎসাকেন্দ্রে। রাজ্যের তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণের দিনই পুলিশ হাসপাতালকে কোভিড চিকিৎসা কেন্দ্রে পরিণত করার নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সভাঘর থেকে ভারচুয়ালি সেই হাসপাতালের উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের পুলিশ কর্মী, হোম গার্ড ও তাঁদের পরিবারের সদস্যরাই শুধু নন, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এলে সাধারণ মানুষও চিকিৎসা করাতে পারবেন এই হাসপাতালে- এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। আধুনিক ব্যবস্থাপনা-সহ এই হাসপাতালে রয়েছে ৩০০টি শয্যা। দায়িত্বে রয়েছে মেডিকা হাসপাতাল। কোভিড চিকিৎসাকেন্দ্র তৈরিতে সাহায্য করেছে বন্ধন ব্যাংকও। এদিন হাসপাতাল উদ্বোধনের পর মুখ্যমন্ত্রীর উদ্যোগকে ধন্যবাদ জানান কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র।

২০১১ সালে ক্ষমতায় আসার পরে ভবানীপুরের এই কলকাতা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এবারও তৃতীয়বার সরকার গড়ে ৫ মে এই হাসপাতালে উপস্থিত হয়েছিলেন মমতা। সেদিনই কোভিড হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এদিন রিক্সা চালক, সবজি বিক্রেতা, ঠেলাওয়ালা সহ অন্যান্য দরিদ্র মানুষকে যাতে অবিলম্বে টিকা দেওয়া হয় সেই নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।