ডাইসনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর দীপিকা পাড়ুকোন

গ্লোবাল টেকনোলজি কোম্পানি ডাইসন (Dyson) তাদের হেয়ার কেয়ার টেকনোলজি ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দীপিকা পাড়ুকোনের নাম ঘোষণা করল। ডাইসনের উদ্দেশ্য হল, চুলের স্বাস্থ্যের গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, আর একইসঙ্গে ডাইসনের প্রযুক্তিগতভাবে উন্নত স্টাইলিং টুলস সম্পর্কে সকলের দৃষ্টি আকর্ষণ করা।

ডাইসন ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অঙ্কিত জৈন জানান, দীপিকা পাড়ুকোনকে সঙ্গে পেয়ে তারা আনন্দিত। চুলের যত্ন ও স্টাইলের ক্ষেত্রে ডাইসনের হেয়ার কেয়ার টেকনোলজি সমন্বয় ঘটিয়েছে কাটিং-এজ ইঞ্জিনিয়ারিং ও ফরওয়ার্ড-থিংকিং ডিজাইনের মধ্যে। দীপিকার সঙ্গে সম্পর্ক স্থাপনের ফলে সব ধরণের চুলের স্টাইলিং ও সুস্থতার বিষয়টি আরও গভীরতা পাবে। ডাইসন হেয়ার কেয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর দীপিকা পাড়ুকোন বলেন, স্বাস্থ্যসম্মত হেয়ার স্টাইলিংয়ের জন্য উদ্ভাবন ও উন্নত প্রযুক্তির প্রতি ডাইসনের অঙ্গীকারের সঙ্গে তার সম্পর্ক মানুষকে সুপিরিয়র হেয়ারস্টাইল লাভে প্রেরণা দেবে।

ডাইসন ধারাবাহিকভাবে প্রযুক্তিক্ষেত্রে দিকনির্দেশকের ভূমিকা পালন করে চলেছে। ৭ বছর আগে তারা লঞ্চ করেছিল ডাউসন সুপারসোনিক হেয়ারড্রায়ার। সেই থেকে ডাইসন স্টাইলিং টুলসের এক বিশাল সম্ভার তৈরি করেছে যেগুলি সবরকম হেয়ার টাইপের সুপিরিয়র স্টাইলের জন্য কার্যকর।