দোলের সময় উষ্ণতা বাড়বে আরো চরমে

মাসের শুরু থেকেই উষ্ণতা বাড়ছে চরমে। গত বছরের শেষ থেকে একাধিকবার পশ্চিমী ঝঞ্ঝার সম্মুখিন হতে হয়েছে বাংলার মানুষকে। শীতের পারদ নামার সঙ্গে সঙ্গেই বৃষ্টি এসেছে এবং আবহাওয়ার দফারফা করেছে। তবে এখন শীত পেরিয়ে বসন্ত এবং আগামী কয়েকদিনেই খাতায়-কলমে গরম পড়বে। কিন্তু এখন থেকেই পারদ চড়ছে, বাড়ছে তাপমাত্রা। এদিকে আগামী সপ্তাহে দোল। তখন কেমন থাকবে আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী চার থেকে পাঁচদিন উত্তর এবং দক্ষিণবঙ্গের কোথাও কোনও বৃষ্টির সম্ভবনা নেই। তাই এখন যেমন গরমের আবহ রয়েছে সেটাই থাকতে চলেছে। আগামী সপ্তাহে ১৮ এবং ১৯ তারিখ যথাক্রমে দোল এবং হোলি। সেই সময়েও আবহাওয়া একই রকম থাকবে বলেই ইঙ্গিত দেওয়া হয়েছে। এখনও অবধি আবহাওয়ার যা খবর মিলছে তাতে বৃষ্টির কোনও সম্ভবনা নেই দোলের সময়। এতএব পারদ নামছে না তখন। সুতরাং হলফ করে বলা যায়, দোলের দিন আবহাওয়া উষ্ণ থাকবে, বেলা বাড়তেই ঘাম ঝরবে ভালোই। তবে চলতি সপ্তাহে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। বঙ্গোপসাগরে ছোটখাটো নিম্নচাপ তৈরি হতে পারে এবং তার কারণেই হতে পারে বৃষ্টি, এমন পূর্বাভাস ছিল। অবশ্য আগামী ১০ থেকে ১২ দিন উষ্ণতা যে বাড়বে সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছিল আগেই।

তবে কি মার্চ থেকেই ৪০ থেকে ৪৫ ডিগ্রিতে পৌঁছবে তাপমাত্রা? সেই আশঙ্কা অবশ্য খারিজ করে দিয়েছে হাওয়া অফিস৷ আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানান হয়েছে, মার্চ মাসে কলকাতার বা জেলার তাপমাত্রা ৪০ থেকে ৪৫ ডিগ্রিতে পৌঁছনোর কোনও সম্ভাবনাই নেই। অন্যদিকে কলকাতায় আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ থেকে ৩৪ ডিগ্রি। সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২১ থেকে ২২ ডিগ্রির আশেপাশে।