মিলল অনেকটা স্বস্তি। বড়সড় সুফল পাচ্ছে ভারত। একাধিক রাজ্যে লকডাউনের কড়া বিধিনিষেধ, টিকাকরণ বৃদ্ধি সাধারণ মানুষের সচেতনতা ফল মিলল জলদি। দীর্ঘদিন বাদে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ২ লক্ষেরও নিচে নেমে এসেছে। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৩৬৪ জন। প্রায় দেড় মাস সময়। তারই মধ্যে দেশে সর্বনিম্ন সূচক ছুঁল দৈনিক করোনা সংক্রমণ।
উল্লেখযোগ্যভাবে কমেছে দৈনিক মৃত্যির সংখ্যাও। দেশে একদিনে মৃত্যু হয়েছে ৩৬৬০ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড মুক্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৪৫৯ জন। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৩,৪৩,১৫২। স্বাস্থ্য়মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত চারদিন ধরে টানা কমছে কোভিড সংক্রমণ এবং পজিটিভিটি রেট ১০ শতাংশের কম। যা করোনা পরিস্থিতির উন্নতির ইঙ্গিত।
স্বাস্থ্য মন্ত্রক জানাচ্ছে, এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে দেশের ২০ কোটি ৫৭ লক্ষ ২০ হাজার ৬৬০ জনের। গত ২৪ ঘণ্টায় ২৯ লাখ ১৯ হাজার ৬৯৯ টিকা দেওয়া হয়েছে। ইতিমধ্যে টিকাকরণ প্রক্রিয়া আরও জোরদার করা হচ্ছে। কোভিশিল্ড, কোভ্যাক্সিনের পাশাপাশি রুশ করোনা টিকা স্পুটনিক ভি-কেও ছাড়পত্র দেওয়া হয়েছে। আগামী মাস থেকে কয়েকটি বেসরকারি হাসপাতালেও মিলবে স্পুটনিক ভি। পাশাপাশি, এখনও পর্যন্ত ৩৩ কোটি ৯০ লাখের বেশি করোনা টেস্ট করা হয়েছে। গত একদিনে ২০ লাখ ৭০ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পজিটিভিটি রেট ৮ শতাংশ।