করোনা ভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। বিগত কয়েক দিনের যে তথ্য সামনে এসেছে তাতে বলা যায় বাংলার করোনা পরিস্থিতি আবার আগের মতো আতঙ্কের পর্যায়ে যাচ্ছে। সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা চিন্তা বাড়াচ্ছে। হাসপাতালেও রোগী ভর্তির সংখ্যা বাড়তে শুরু করছে। এই অবস্থায় রাজ্য সরকার কোভিড নিয়ন্ত্রণে হাসপাতালগুলির বর্তমান পরিস্থিতি ও পরিকাঠামো খতিয়ে দেখেছে।
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশীষ ভট্টাচার্য আজ সব মেডিক্যাল কলেজের সুপার এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চূয়াল বৈঠক করেন। সেখানে রাজ্যে করোনা সংক্রমণ আবার বৃদ্ধি পেতে থাকায় উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, ভেন্টিলেটর, অক্সিজেন সহ হাসপাতালগুলির অন্যান্য সামগ্রী কী অবস্থায় রয়েছে তা নিয়ে পর্যালোচনা করা হয়েছে।
এছাড়াও ভ্যাকসিন নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি যাতে আর আগের মতো ভয়াবহ না হয়ে ওঠে তার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এদিকে গতকালই জানা গিয়েছিল, রাজ্যে কোভিড আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় প্রয়োজনীয় চিকিৎসক চেয়ে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্য সরকারকে চিঠি দিয়েছে।
হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তির হার বৃদ্ধি পেতে থাকায় সেখানে চিকিৎসক সঙ্কট বৃদ্ধি পাচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এই অবস্থায় হাসপাতালের তরফে জরুরী ভিত্তিতে এগারো জন চিকিৎসক চাওয়া হয়েছে বলে সূত্রের খবর।