লস অ্যাঞ্জেলসে বিধ্বংসী দাবানলের কারনে, স্থগিত হল অস্কার   

সাম্প্রতিককালের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে আমেরিকা। কবে দাবানল নিয়ন্ত্রণে আসবে, জানা নেই। এই পরিস্থিতিতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস, গ্র্যামি-সহ একাধিক অনুষ্ঠান পিছিয়ে দিতে বাধ্য হল কর্তৃপক্ষ। আগে বিপদ থেকে মুক্ত হোক, তারপর অনুষ্ঠান – এখন এই মন্ত্রেই বিশ্বাসী সকলে। জানা যাচ্ছে, অস্কার পিছিয়ে দেওয়া হয়েছে দুদিন। ৩ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল গ্র্যামি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। তা পিছিয়ে কবে হবে, এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চেয়ে নিজের সমস্ত অনুষ্ঠান আপাতত বাতিল করেছেন বিখ্যাত পপ গায়িকা জেনিফার লোপেজ।

দাবানলের গ্রাসে ঘর হারিয়েছেন বিলি ক্রিস্টাল, যিনি একাধিকবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সঞ্চালনা করেছেন। এই অবস্থায় তাঁর পক্ষে এই অনুষ্ঠানে যোগ দেওয়া একেবারেই অসম্ভব। অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার জানিয়েছেন, ”দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিধ্বংসী আগুনে যাঁরা এত ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের সকলের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। লস অ্যাঞ্জেলসে আমাদের বহু সহকর্মী রয়েছেন। তাঁদের বলতে চাই, আমরা আপনাদের জন্য চিন্তিত।” জানা গিয়েছে, ২০২৫ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন মার্কিন টেলিভিশন শো-র জনপ্রিয় অ্যাঙ্কর কোনান ও ব্রায়েন। ১৭ জানুয়ারি মনোনয়নের ঘোষণা হওয়ার কথা ছিল। তা দুদিন পিছিয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। আর বিখ্যাত ডলবি থিয়েটারে ২ মার্চ পুরস্কার প্রদান হওয়ার কথা। তা পিছিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, সান্টা মোনিকায় ‘ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ডস’ হওয়ার কথা ছিল গত ১২ তারিখ। তার পরিবর্তিত দিন ২৬ জানুয়ারি। এনিয়ে চিফ এক্সিকিউটিভ জোয়ি বার্লিন জানিয়েছেন, এই ট্র্যাজেডি এমনিতেই আমাদের উপর বড়সড় প্রভাব পড়েছে। যাঁরা এখনও এই প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে লড়ছেন, তাঁদের জন্য সবসময় প্রার্থনা করছি।” জ্বলতে থাকা লস অ্যাঞ্জেলসের কারণে আমেরিকার একাধিক বিনোদনমূলক অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে। সকলের একটাই চিন্তা, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে। স্বমহিমায় ফিরবে হলিউড। নামী টেলিভিশন সঞ্চালিকা জিন স্মার্ট সম্প্রচারকদের উদ্দেশে ঘোষণা করেছেন, ”এখন ব্যবসার কথা না ভেবে যা আয় করবেন, তা বিধ্বস্তদের সাহায্যের জন্য দিন।”