সেবকের কাছে ধসের কারণে বেশ কিছুক্ষণ বন্ধ থাকলো যান চলাচল

শিলিগুড়ি:- বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে একের পর এক ধসের খবর উঠে আসছে। যার কারণে বারবার অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পর্যটক সহ সাধারণ মানুষকে। সোমবার সকালে সেবক হয়ে ডুয়ার্স যাওয়ার পথে মংপুর কাছে আচমকাই নেমে আসে ভূমি ধস।

যার কারণে দীর্ঘক্ষন আটকে থাকতে হয় পর্যটকদের। খবর পাওয়ার সাথে সাথে পূর্ত দপ্তরের পক্ষ থেকে বুলডোজারের সাহায্যে ধস সরানোর কাজ শুরু করা হয়।

এই ঘটনার ফলে প্রায় এক থেকে দেড় ঘন্টা সেই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকে বলে জানা গিয়েছে।