টিকিট পরীক্ষকের অভাবে  জরিমানা আদায়ও হচ্ছে না

এক দশকে বেড়েছে ট্রেনের সংখ্যা। রেল সূত্রে খবর, যাত্রীও দ্বিগুণের বেশি বেড়েছে। কিন্তু, বাড়েনি মুখ্য টিকিট পরীক্ষকের সংখ্যা। ফলে প্ল্যাটফর্মে যাত্রীদের টিকিট পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। টিকিট পরীক্ষকের অভাবে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ স্টেশনে প্রতিদিনই বহু যাত্রী বিনাটিকিটে বিভিন্ন রুটের ট্রেনে যাতায়াত করছেন।রেল সূত্রে খবর, কিছু দিন আগে উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে রায়গঞ্জ স্টেশন কর্তৃপক্ষকে টিকিট বিক্রি বাবদ আয় বাড়ানোর বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। কিন্তু, টিকিট পরীক্ষকের অভাবে বিনা টিকিটের যাত্রী ধরে তাঁদের থেকে জরিমানা আদায় করা যাচ্ছে না বলে স্টেশন কর্তৃপক্ষের দাবি। এক আধিকারিক বলেন, “ট্রেনে বৈধ টিকিটের এক জন যাত্রী সর্বোচ্চ ৩৫ কেজি সামগ্রী বহন করতে পারেন। প্রতিদিনই বিহার থেকে বহু যাত্রী বিভিন্ন ট্রেনে করে ৫০কেজি থেকে ১ কুইন্টাল পর্যন্ত ওজনের আনাজ, বাসনপত্র, সাইকেল-সহ নানা সামগ্রী রায়গঞ্জে নিয়ে আসছেন। টিকিট পরীক্ষকের অভাবে তাঁদের থেকে জরিমানা আদায়ও সম্ভব হচ্ছে না।”

স্টেশন কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন রায়গঞ্জ স্টেশন থেকে বিভিন্ন রুটের ট্রেনে করে ৫০ হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করেন। তাঁদের মধ্যে অনেকেই বিনা টিকিটে রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ, বাঙালবাড়ি ও বিহারের বিভিন্ন স্টেশনে যাতায়াত করেন। ঠিকমতো অভিযান হলে বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ ও বেআইনি ভাবে মালপত্র বহনের অভিযোগে মাসে জরিমানা বাবদ রেলের কয়েক লক্ষ টাকা আয়ের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, টিকিট পরীক্ষকেরা নিয়মিত অভিযান চালালে বিভিন্ন ট্রেনে বিনা টিকিটের যাত্রীর সংখ্যাও কমানো সম্ভব হবে। রায়গঞ্জ স্টেশনের ম্যানেজার রাজু কুমার বলেন, “স্টেশনের সীমিত পরিকাঠামোর মধ্যে যতটা সম্ভব বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে টিকিট পরীক্ষকরা অভিযান চালান।”

উত্তরপূর্ব সীমান্ত রেলের দাবি, বিনা টিকিটের যাত্রীদের বিরুদ্ধে অভিযান চালাতে কয়েক মাস অন্তর কাটিহার ডিভিশন থেকে রায়গঞ্জ-সহ বিভিন্ন স্টেশনে গিয়ে রেলের কর্তারা অভিযান চালান। ২০২৫ সালের মধ্যে রেলের নানা স্টেশনে টিকিট পরীক্ষকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, রায়গঞ্জ স্টেশনে ২৪ ঘণ্টায় পর্যায়ক্রমে দু’জন টিকিট পরীক্ষক কাজ করেন। তাঁরা বেশিরভাগ সময়ে মালপত্র বুকিং, টিকিট কাউন্টারের বিভিন্ন প্রশাসনিক কাজ পরিচালনা ও যাত্রী অনুসন্ধান সংক্রান্ত কাজে ব্যস্ত থাকেন। তাঁদের পক্ষে বিনা টিকিটের যাত্রীদের ধরে জরিমানা আদায় করাও সম্ভব হচ্ছে না বলে স্টেশন কর্তৃপক্ষের দাবি।