তহবিল দুর্বলের কারণে বন্ধ হলো রাস্তা তৈরির কাজ

অগ্রগতির দিকে এগোচ্ছে রাজ্য। দেশের মধ্যেও প্রথমবার তৈরী হল অভিনব রাস্তা। পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে তৈরি এই রাস্তা অবশ্য ইতিমধ্যেই নজর কেড়েছে বঙ্গবাসীর। পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ সদর মহকুমার রায়না-২ ব্লকের বুকে একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত এই রাস্তা বিস্তৃত হয়েছে।

এই নীল রাস্তা সবার নজর কেড়েছে। হুগলির প্রশাসনিক কর্তারাও সেই রাস্তা তৈরি করতে ইচ্ছুক। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে তহবিল। ফলে বর্তমানে আরামবাগ ব্লকে এই ধরনের নতুন কোনো রাস্তা তৈরি হচ্ছে না।

এই ব্যাপারে ব্লক আধিকারিকেরা বলেছেন, ১০০ দিনের প্রকল্পের টাকার তহবিলের মাধ্যমে ওই রাস্তা হয়েছিল। কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ। এরফলে তহবিলের টান পড়েছে। অন্যান্য কয়েকটি ব্লকের বিডিওরা জানাচ্ছেন, ১০০ দিনের প্রকল্প ছাড়াও ওই কাজ করা যেতে পারে সংশ্লিষ্ট পঞ্চায়েত পঞ্চদশ অর্থ কমিশন বা নিজস্ব তহবিলে। কিন্তু অধিকাংশ পঞ্চায়েতের তহবিলগুলি বেশ দুর্বল।