বসন্ত উৎসবে রঙের বাজার মাতাচ্ছে ২০০ টাকা দামের ড্রোন পিচকারি

বসন্ত উৎসবের আগে এবার রঙের বাজার মাতাচ্ছে ২০০ টাকা দামের ড্রোন পিচকারি। হোলির মাঝে আর মাত্র দুদিন বাকি। রঙের উৎসবে মেতে উঠতে চলেছে গোটা দেশ।  ইতিমধ্যেই সর্বত্র শুরু হয়ে গেছে বসন্ত উৎসবের আয়োজন ও কেনাকাটা। প্রতি বছরের মতোই হোলির বাজারে এবার‌ও  রকমারি পিচকারি‌ সহ বিভিন্ন নতুনত্ব জিনিসে ভরে গেছে। ভেষজ‌ আবির থেকে শুরু করে বিভিন্ন রকমের মুখোশ, পিচকারি সহ রংবেরঙের হোলির সামগ্রী দেদার বিক্রি হচ্ছে। তবে এবার হোলিতে  বিশেষ আকর্ষণের মধ্যে চলে এসেছে  ড্রোন পিচকারি।

শিশু কিশোরদের কাছে এই পিচকারীর দারুন চাহিদা রয়েছে এবার। জলপাইগুড়ি শহরের দিন বাজার, মার্চেন্ট রোড, কদমতলা সহ বিভিন্ন এলাকায় রঙের দোকানগুলোতে ভিড় করে এই ড্রোন পিচকারির কেনাকাটা চলছে। মাত্র ২০০ টাকা দরে মিলছে প্রতিটি ড্রোন পিচকারি। যদিও এই ড্রোন পিচকারি আকাশে উড়বে না। তবে ড্রোনের মতোই দেখতে এই পিচকারি দিয়ে একে অপরের গায়ে তরল রঙ ছুড়ে দেওয়া যাবে।

রংবেরঙের এই পিচকারি বাজারে আসতেই হ‌ইচ‌ই পড়ে গেছে শিশু কিশোরদের মধ্যে। এছাড়া হোলির বাজারে রয়েছে মিউজিক মেশিনগান পিচকারির আকর্ষণ। রং ছিটানোর পাশাপাশি এই পিচকারি দিয়ে বেজে উঠবে হোলির রকমারি হিন্দি গান। এজন্য আকর্ষণীয় এই পিচকারিতেও মন মজেছে ক্রেতাদের। সবমিলিয়ে রং ও পিচকারি‌র দোকানে এখন থেকেই ভিড় জমাচ্ছেন ক্রেতা‌রা। শিশু থেকে শুরু করে বড়দের মধ্যেও রং নিয়ে বেশ উৎসাহ তৈরি হয়েছে।