শিলিগুড়ি শহরে বহুবার উঠে আসছে পানীয় জল সরবরাহ নিয়ে নানান সমস্যা।ইতিমধ্যে নতুন পানীয় জল প্রকল্পের জন্য একাধিকবার বিঘ্নিত হতে হয়েছে পানীয় জল সরবরাহ পরিষেবা।ঠিক ফের একবার শিলিগুড়িতে বিঘ্নিত হতে চলেছে পানীয় জল সরবরাহ।শিলিগুড়ি পৌর নিগমের তরফে এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় জল পরিশোধন কেন্দ্রের একটি ইউনিটের জরুরী রক্ষণাবেক্ষণের প্রয়োজনে আজ থেকে অর্থাৎ ২৬শে ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত একবেলা করে পানীয় জল পাবেন শহরের বাসিন্দারা।অর্থাৎ আংশিকভাবে বিঘ্নিত হবে জল সরবরাহ পরিসেবা।ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সকালবেলা জল সরবরাহ স্বাভাবিক থাকলেও বিকাল বেলা জল সরবরাহ বন্ধ থাকবে শহরে। তবে এই বিষয় নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা,চলছে রাজনৈতিক চাপানতর।আর এই নিয়ে একযোগে শিলিগুড়ি পৌরসভা কে নিশানা করেছে বাম এবং বিজেপি।