ড্রিম১১ অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস

গত ৩০শে জুলাইয়ের এক নির্দেশানুসারে সুপ্রিম কোর্ট একটি স্পেশাল লিভ পিটিশন বাতিল করে দিয়েছে। পিটিশনে ড্রিম১১-এর অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস ফরম্যাটের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বলা হয়েছিল তা কোনও ‘গেম অফ স্কিল’ নয়। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে পাঞ্জাব অ্যান্ড হরিয়াণা হাই কোর্ট, বম্বে হাই কোর্ট এবং রাজস্থান হাই কোর্টের রায় ফের মান্যতা পেল। সুপ্রিম কোর্টের নির্দেশের ফলে ড্রিম১১-এর অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস ফরম্যাট আইনগত বৈধতা অর্জন করল।

এর আগে, একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন (পিআইএল) আনা হলে রাজস্থান হাই কোর্ট তা গ্রহণ না করে জানিয়ে দিয়েছিল, পাঞ্জাব অ্যান্ড হরিয়াণা হাই কোর্ট ও বম্বে হাই কোর্টের নির্দেশ অনুসারে গ্যাম্বলিংয়ের অভিযোগের নিষ্পত্তি হয়ে গেছে। এবার সুপ্রিম কোর্টের নির্দেশ ড্রিম১১-এর অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস ফরম্যাটকে ফের আইনগত স্বীকৃতি দিল।