প্রখ্যাত হিপ-অ্যান্ড-নী রিপ্লেসপেন্ট সার্জন ডাঃ নিশিকান্ত কোচবিহারে আসছেন। ১৫ ও ১৬ জুলাই শহরের কেয়ার ফার্মাতে তাঁকে পাওয়া যাবে। নিতম্ব ও হাঁটু প্রতিস্থাপন সংক্রান্ত সার্জন ডাঃ নিশিকান্ত গত এক দশকে সাফল্যের সঙ্গে প্রায় ১০ হাজার নিতম্ব ও হাঁটু প্রতিস্থাপন করেছেন। ডাঃ নিশিকান্ত বর্তমানে পাটনার মেডিভার্সাল মাল্টি সুপার স্পেশালিটি হসপিটালের ডিরেক্টর (অর্থোপেডিক্স অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট)।
এমবিবিএস ও এমএস (অর্থো)-তে গোল্ড মেডালিস্ট ডাঃ নিশিকান্ত কুমার আন্তর্জাতিক ক্ষেত্রে সুনামের অধিকারী। তিনি যেসব ফেলোশিপ ডিগ্রি অর্জন করেছেন সেগুলির মধ্যে রয়েছে এফএআর, এফটিআর, এফজেএস, এফজেআর, এফআরজেএস। হিপ-অ্যান্ড-নী রিপ্লেসপেন্টের ক্ষেত্রে দীর্ঘ ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সার্জন ডাঃ নিশিকান্ত সার্জারি করেন অত্যাধুনিক কম্পিউটার নেভিগেশন টেকনোলজি ব্যবহারের মাধ্যমে।
মেডিভার্সাল-এর এমডি ও সিইও রজতশুভ্র মজুমদার জানান, এআইআইএমএস দিল্লি ও বিশ্বের অন্যত্র প্রশিক্ষণপ্রাপ্ত ডাঃ নিশিকান্ত মেডিভার্সালে ডিরেক্টর অর্থোপেডিক্স পদে যোগ দিয়ে পূর্বভারতে অর্থোপেডিক্সের মান বৃদ্ধি করেছেন। পেশেন্ট রিলেশনশিপ ম্যানেজার নিরুপম রায় জানান, যেসব রোগী ১৫ ও ১৬ জুলাই ডাঃ নিশিকান্তের পরামর্শ গ্রহণে আগ্রহী তারা এই নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন – ৯৬০৮৬০০৩৭৫, ৭৫০১৪৫২৮৬১ ও ৯০৬৪২৫১৬৬৮।