কোচবিহারে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার সূচনা হল আজ থেকে

ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের সহযোগিতায় কোচবিহার পৌরসভার সমস্ত রকম ব্যবস্থাপনায় আজ গ্যাসের পাইপ লাইনের শুভ সূচনা করা হলো কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের বাড়ির সামনে থেকে। কোচবিহারের প্রত্যেকটি বাড়িতে গ্যাসের পাইপ লাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস দেওয়ার শুভ সূচনা করা হলো আজ।

এ বিষয়ে রবিবাবু বলেন, প্রথম পর্যায়ে এক বছরের মধ্যে দশ হাজার বাড়িতে পাইপ লাইন পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পাঁচটা ধাপে কোচবিহার শহরে প্রত্যেকটা বাড়িতে গ্যাসের পাইপলাইন দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে। তারপর আস্তে আস্তে আবার কাজ করা হবে। এই গ্যাসের লাইন বাড়ি বাড়ি পৌঁছে গেলে মানুষের অনেক সুবিধা হবে এবং অনেক কম খরচে মানুষের পাইপ লাইনের মাধ্যমে গ্যাস পেয়ে যাবে তারপর কোনো রকম বুকিং এবং গ্যাস নিয়ে আসার কোনো সমস্যা হবে না।

এ বিষয়ে মৃন্ময় কুমার ঘোষ প্রোজেক্টিক ইঞ্জিনিয়ার বলেন, “শহরের মধ্যে এখনও পাইপ লাইনের কাজ সম্পন্ন হয়নি। প্রথম ধাপের কাজ চলছে। আমরা আশা রাখছি এ মাসের শেষের দিকে পাইপ লাইনের স্টিলের যে কাজটি আছে সেটি আমরা শুরু করতে পারব। এখন পর্যন্ত কোচবিহার শহরে পৌর এলাকায় ১০৪ কিলোমিটার পাইপ লাইনের লাইন করা হয়েছে। এর পরবর্তীতে আরও বিভিন্ন জায়গায় সার্ভে করে জানা যাবে কতগুলো বাকি আছে। পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস মানুষের ঘরে ঘরে মার্চ মাসের মধ্যেই পৌঁছে যাবে।”