দেশীয় ট্রেনের চাহিদা বাড়ছে বিদেশে

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একেরপর একগুরুত্ব পূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে।

প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়ার নীতি শুধু ভারতেই নয়, আলোড়ন ফেলেছে বিদেশেও। বিশ্বের নজর বন্দে ভারতের ওপর। জানা গেলো, চিলি, কানাডা এবং মালয়েশিয়ার মত বিভিন্ন দেশগুলিও এই মুহূর্তে বন্দে ভারত কেনার প্রবল আগ্রহ দেখাচ্ছে। অন্যদিকে ট্রেনের নিরাপত্তার বিষয়ে মন্তব্য করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কবচ ব্যবস্থা সম্প্রসারনেরও কাজ চলছে। এটি ৪০ হাজার কিলোমিটার নেটওয়ার্ক বিস্তার করবে। সেই সাথে ১০ হাজার লোকোমোটিভে ইন্সটল করা হবে। কবচ হচ্ছে ট্রেনের নিরাপত্তা দেওয়ার অন্যতম ব্যবস্থা। এই কবচ বসানো হয়ে গেলে ট্রেন দুর্ঘটনার সংখ্যা আগামী দিনে ৮০ শতাংশ কমে যাবে।