নেটফ্লিক্সে এক নম্বরে স্ট্রিম করছে ‘লাপাতা লেডিজ’, ফুলের আসল বয়স কত জানেন?

নেটফ্লিক্সে এই মুহূর্তে নম্বর ১ এ স্টিম করছে ‘লাপাতা লেডিজ’। ছবিটির গল্প একটি মেয়েকে নিয়ে, সেই চরিত্র অথাৎ ফুল চরিত্রে অভিনয় করেছে নিতাংশী গোয়েল। জানেন তিনি কীভাবে সিনেমা জগতে এসেছেন? লকডাউনের সময় কনটেন্ট বানাতেন তিনি। সেই থেকেই তিনি জনপ্রিয়তা পান।

ইনস্টায় এই মুহূর্তে তার অনুরাগীর সংখ্যা ১০ মিলিয়ন। সিনেমাতে দেখানো হয়েছে তার বয়েস মাত্র ১৮ বছর। কিন্তু বাস্তবে তিনি আরও ছোট। তার জন্ম ২০০৭ সালে। অথাৎ মাত্র ১৬ বছর বয়েস তার।