দিওয়ালির উপহার বিগ বির তরফে

অভিনব উদ্যোগ নিলেন বলিউডের বিগ বি৷ দিওয়ালির আগে ভক্তদের জন্য উপহার৷ নিজের ‘সম্পদ’ ভক্তদের হাতে তুলে দেবেন বিগ বি৷ এই বিশেষ উপহারের মধ্যে রয়েছে ডিজিটাল পোস্টার, নিজের রেকর্ড করা কবিতা, ইত্যাদি৷ এই সমস্ত কিছুই নিলাম করবেন অমিতাভ বচ্চন৷ তবে সরাসরি এই সকল জিনিস কেনা যাবে না৷ এগুলি পাওয়া যাবে নন-ফাঞ্জিবল রিটার্নস (এনএফটি)-র শর্তে৷ আজ ১ নভেম্বরই রয়েছে এই নিলাম৷ 

অনেকেই জানতে চাইবেন এনএফটি কী? এনএফটি আসলে এক ধরনের ডিজিটাল ফাইল, যা ‘ব্লকচেন’ নামের এক ধরনের ডিজিটাল লেজারে জমা থাকে। ফটো, অডিয়ো, ভিডিয়ো অথবা অন্য যে কোনও ধরনের ডিজিটাল ফাইল হতে পারে৷ ব্লকচেন এই সকল জিনিসের মালিকানা প্রকাশ্যে নিয়ে আসে৷ এনএফটি কিনলে ইচ্ছানুসারে কপি বা শেয়ার করা যায়৷ কিন্তু অন্য ক্রিপ্টোকারেন্সির মতো তা ব্যবহার করা যায় না৷ 

নিলামে ওঠা শাহেনশা’র ‘শোলে’ ছবির পোস্টার সহ অন্যান্য জিনিসের দাম ৯ হাজার ডলার৷ রয়েছে অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চনের কাব্য ‘মধুশালা’ পাঠের রেকর্ড৷ তবে এই রেকর্ডিংয়ের দাম এখনও জানা যায়নি৷ নিলামে থাকা ‘লুঠ বক্সে’র দাম ১০ হাজার ডলার৷ যারা এগুলি কিনবেন তাঁরা সকলেই বিগ বি’র তরফ থেকে উপহার পাবেন৷  অমিতাভ বচ্চনের থেকে পাওয়া উপহার তাঁর ভক্তদের কাছে অমূল্য৷ তাঁর ছোঁয়া বা একটি ঝলক পেতে মরিয়া অগণিত মানুষ৷ বম্বে টকিজ ছবিতে বাবার দেওয়া মোরব্বার কৌটো হাতে করে এলাহাবাদ থেকে মুম্বই এসেছিলেন বিজয়৷ কারণ তাঁর বাবার ইচ্ছে ছিল অমিতাভ বচ্চন তা খাবেন৷ তাঁর অর্ধেক খাওয়া মোরব্বা বাকি জীবন যত্নে আগলে রাখেন তিনি৷ বাস্তবেও অমিতাভ বচ্চনের থেকে পাওয়া উপহার তাঁর ভক্তদের কাছে এতটাই দামি৷