দিল্লিতে অনশনরত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উপর বিনা প্ররোচনায় নির্যাতনের বিরুদ্ধে গোটা রাজ্যজুড়ে প্রতিবাদে নামলো তৃণমূল কংগ্রেস।শনিবার কোচবিহারে এক প্রতিবাদ শোভাযাত্রা সংগঠিত করে কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস। এদিন কোচবিহার রাসমেলা ময়দান থেকে একটি প্রতিবাদ মিছিল কোচবিহারের গুরুত্বপূর্ণ রাস্তা গুলিকে পরিক্রমা করে কোচবিহার ক্ষুদিরাম মূর্তির পাদদেশে এসে শেষ হয়। সেখানে একটি বিক্ষোভ কর্মসূচিও গ্রহণ করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান তথা বর্ষিয়ান তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সহ অন্যান্যরা। এদিনের এই সভা থেকে বিজেপির বিরুদ্ধে আরো জোরদার আন্দোলন সংগঠিত করবার হুঁশিয়ারি দেন নেতৃত্বরা সেইসাথে আগামী দিনের নির্বাচনে তৃণমূল কংগ্রেস কিভাবে এগোবে, সেই নিয়ে দলীয় কর্মী সমর্থকদের বার্তা দেন তারা।