১০ মাসের নয় ১২ মাসের বেতনের দাবি সহ অন্যান্য বিষয় নিয়ে জেলা শাসকের দপ্তর অভিযান মিড ডে মিল কর্মী ইউনিয়নের। বুধবার সি আই টি ইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের জলপাইগুড়ি জেলা শাখার পক্ষ থেকে এই অভিযান করা হয়। দাবি সনদের মধ্যে ছিলো, মাসিক নিম্নতম ২৬ হাজার টাকা বেতন, গ্রুপ ডি সরকারী কর্মীর মর্যাদা, পরিচয় পত্র প্রদান প্রমুখ। বুধবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ইউনিয়নের নেতৃত্ব এবং সদস্যারা জেলা শাষকের দপ্তরে পৌছে বিক্ষোভ কর্মসূচি পালনের মধ্যে দিয়ে স্মারকলিপি প্রদান করেন।