আবাস যোজনার সার্ভে করতে উপভোক্তাদের বাড়িতে গেলেন জেলাশাসক, পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা

আবাস যোজনার বাড়ি পাওয়ার উপভোক্তা যোগ্য কি না তা সরেজমিনে খতিয়ে দেখতে উপভোক্তাদের বাড়িতে বাড়িতে গেলেন জেলাশাসক, পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা। উল্লেখ্য গোটা রাজ্যজুড়েই চলছে আবাস যোজনার সার্ভে। আবাস যোজনার তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন সরকারি কর্মচারীরা। কোচবিহারে সিতাই বিধানসভা কেন্দ্র উপনির্বাচন থাকায়, নির্বাচনী বিধি-নিষেধের কারণে অনেক দেরিতে শুরু হয়েছে এই সার্ভে। সেই মোতাবেক কোচবিহার ১ নং ব্লকের চরকের কুটি দেওয়ানবস এলাকায় এদিন সুপার সার্ভে করতে যান জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সৌমেন দত্ত, সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিকরা।

        এদিন এ প্রসঙ্গে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা বলেন, গোটা জেলা জুড়েই তাদের আধিকারিকরা আবাস যোজনার সার্ভে করছে। আজ সুপার সার্ভের মাধ্যমে তারাও সরে জমিনে আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য কিনা তা তদন্ত করতে উপভোক্তাদের বাড়ি বাড়ি যাচ্ছেন। আগামী ৫ তারিখের মধ্যে এই সার্ভে শেষ হবে এবং 15 ডিসেম্বরের পর থেকে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে টাকা আসবে বলেও এদিন জানান জেলা শাসক।

        এদিন উপভোক্ত তারা জানান, দীর্ঘদিন আগে তারা আবাস যোজনা তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করেছিলেন। অবশেষে জেলাশাসকসহ উচ্চপদস্থ আধিকারিকরা সার্ভে করে গেলেন । স্বাভাবিকভাবেই এবারে আশার আলো দেখছেন।