দিলীপ ঘোষ: ‘অতিরিক্ত চর্বি কমলে নাকি স্বাস্থ্য ভালো হয়’ কড়া কটাক্ষ মুকুলকে

এক সাংবাদিক বৈঠকে দলবদল নিয়ে ফের কড়া মন্তব্য করলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেন “এখন বিশেষ একটা পরিস্থিতি চলছে আমরা আমাদের কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছে তারা কষ্টের মধ্যে আছে তাদের সামলানোর চেষ্টা করছে”। কিন্তু হঠাৎ একটি প্রশ্নের উত্তরে তিনি শরীরে অতিরিক্ত মেয়েদের সঙ্গে তুলনা করে একটি মন্তব্য করেন, ” শরীরে হঠাৎ চর্বি বেড়ে গেলে হয়তো দেখতে ভালো লাগে, ভরা ভরা লাগে কিন্তু সেই চর্বি ঝরে যাওয়াটাই শরীরের পক্ষে ভালো। এখন আমাদের চর্বি আস্তে আস্তে কমেছে, এরপর আমাদের আসল স্বাস্থ্যটা বোঝা যাবে।”

বিধানসভা ভোটের আগে তৃণমূল ও অন্য দল থেকে অনেকেই যোগদান করেছিল বিজেপিতে। তখন দিলীপ ঘোষ বলেছিলেন, ভোটে জিততে হলে দল বড় করতে হবে, কিন্তু এখন সেই দলেই ভাঙ্গন শুরু হয়েছে। তাই তিনি ছেড়ে যাওয়া বিজেপি নেতাদের শরীরের অতিরিক্ত মেদ এর সঙ্গে তুলনা করেছেন। রবিবার যারা দল ছেড়ে গেছেন তাদেরকে কটাক্ষ করে দিলীপের এই মন্তব্য এবং বলেছিলেন “দল ছাড়াটা এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু বিজেপি সরকার সেই লোকদের উপর নির্ভর করে যারা রক্ত দিয়ে ঘাম ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছে। যারা শুধু ক্ষমতার লালসায় বিজেপিতে যোগ করতে চান তারা বেশিদিন থাকতে পারবেন না।”