শিলিগুড়িতে বিজেপির অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত দিলীপ ঘোষ

বিগত বেশ কয়েকদিন ধরেই এপার বাংলা এবং ওপার বাংলার রাজনীতিবিদদের মুখে একে অপরের প্রতি চাঁচাছোলা আক্রমণ শোনা গিয়েছে।সেই ধারাবাহিকতা বজায় রেখেই আজ সকাল সকাল বাংলাদেশ নিয়ে তোপ দাগলেন দিলীপ ঘোষ।শিলিগুড়িতে বিজেপির সদস‌্য সংগ্রহ অভিযান অনুষ্ঠানে যোগ দিতে আসেন দিলীপ ঘোষ।শিলিগুড়ির নিয়ন্ত্রিত বাজারে ফল আরতে এই অভিযানে অংশ গ্রহন করে বাংলাদেশ কে কুকুরের সাথে তুলনা করলেন দিলীপ ঘোষ।তিনি বলেন ভারতের উছিষ্ট খেয়ে যারা বেঁচে আছে তার ভারত কে চমকাবে।রাস্তায় চলতে গেলে নেরি কুকুর আসে তাদের দেখে ভয় পেলে হবে।ভারত কে আশ বিশ্ব চেনে কিন্তুু বাংলাদেশকে কে চেনে।ভারত থেকে প্রয়োজনীয় সামগ্রী না পেলে তারা কি ভাবে চলবে।পার্থ চট্টোপাধ্যায়ের জামিন প্রসঙ্গে বলেন,রাজ্য সরকারের পুলিশ নিকর্মা সেই জন্য সব কেস দিতে হচ্ছে সিবিআই কে।রাজ্য পুলিশের থেকেও এখন বেশী কেস রয়েছে সিবিআই এর কাছে সুতরাং চার্জসিট দিতে দেরি হচ্ছে জামিন হয়ে যাচ্ছে।তদন্ত করতেও তো সময় লাগে।লোকবল কম রয়েছে সিবিআই এর কাছে কেস বেশী রয়েছে।আগে অভিযোগ থাকলেও তদন্ত হত না,এখন সেটা তো হচ্ছে।