আপনি ভ্রমণপ্রেমী! কিন্তু হাতে টাকা নেই? ১০০ টাকাতেই মুশকিল-আসান

Estimated read time 1 min read

বাঙালি অফিস থেকে কয়েকদিনের ছুটি পেলেই ঘুরে আসতে চায়। আর অল্প ছুটিতে সবচেয়ে ভালো ঘুরতে যাওয়ার ঠিকানা হচ্ছে দীঘা। তবে দীঘা যেতে গেলেও হাতে বেশ কিছু টাকা থাকতে হয়। যাতায়াত খরচ থেকে শুরু করে হোটেলে থাকার খরচ,খাওয়া-দাওয়া পর্যটন স্থলের টিকিট সবমিলিয়ে প্রায় অনেক টাকা। আর এখন মাসের শেষ। বাজেট কুলিয়ে ওঠাও সম্ভব নয়। তবে এই রুট জানা থাকলে আর চিন্তা করতে হবে না। ৯০ থেকে ১০০ টাকাতেই হবে সমুদ্রদর্শন।

কম খরচে কলকাতা থেকে দিঘা যাওয়ার জন্য আদর্শ পরিবহন হতে পারে লোকাল ট্রেন। তবে হাওড়া থেকে দিঘা যাওয়ার জন্য সরাসরি কোন লোকাল ট্রেন নেই। তাই আপনাদের হাওড়া থেকে লোকাল ট্রেন করে প্রথমে যেতে হবে মেচেদা। তারপর সেখান থেকে পাঁশকুড়া। তারপর সেখান থেকে দিঘাগামী ট্রেনে চাপতে হবে। স্টেশন থেকে প্রতিদিন দিঘার ট্রেন সকাল ৮:০২ মিনিটে ছাড়ে ।

এই ট্রেন করে মেচেদা হয়ে দিঘা যেতে ভাড়া পড়বে ৩০ টাকা। হাওড়া থেকে মেচেদা আসতে ট্রেন ভাড়া ১৫ টাকা। সবমিলিয়ে খরচ মাত্র ৪৫ টাকা খরচ। হাওড়া থেকে দিঘা যেতে সময় লাগবে মাত্র পাঁচ ঘণ্টা। দিঘা থেকে ফেরার সময়ও একই ভাবে আসা যাবে। আর যাওয়া-আসা সবমিলিয়ে মোট খরচ পরবে ৯০ থেকে ১০০ টাকা।

You May Also Like

More From Author