কোয়াস গাছের আড়ালে গাঁজার চাষ, খবর মিলতেই কোঁয়াশ চাষের জমিতে হানা দিতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতাগ্রাম ১ নং গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডাউকিমারী এলাকার ঘটনা। প্রায় ২০ একর জমিতে কোঁয়াশ গাছ।আর সেই কোঁয়াশ ক্ষেতের জাংলার নীচে জমির আলে চাষ হচ্ছে গাঁজা চাষ। গোপনসুত্রে খবর পেয়ে ধূপগুড়ি থানার আই সি এবং ডাউকিমারী ফাঁড়ির ওসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী হানা দিল এলাকায়।
প্রায় চারশো গাঁজা গাছ কেটে পুড়িয়ে দেওয়া হল পুলিশের তরফে। সম্প্রতি ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় কয়েকশো গাঁজা গাছ পুড়িয়ে নষ্ট করা হয়। পাশাপাশি ধূপগুড়ি স্টেশন মোড় এলাকায় গাঁজা পাচারের চেষ্টার অভিযোগে চারজনকে পুলিশ হাতে নাতে ধরে গাঁজা সমেত।এরপর এই অভিযানে বিপুল গাঁজা উদ্ধারের ঘটনা। এদিনের উদ্ধার হওয়া গাঁজা গাছ গুলি অধিকাংশই পরিনত প্রায়।
তবে কোঁয়াশের মাঝে অবৈধভাবে এই লক্ষ টাকার গাঁজা চাষ সত্যিই এলাকার উদ্বেগ সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দা বিমল রায় বলেন, পুলিশের এই ভূমিকা খুব ভালো লাগলো।এই নেশার জিনিসে সমাজ অবক্ষয়ের পথে যাচ্ছে। তবে কোঁয়াশ বা বিভিন্ন ফসল চাষের আড়ালেই এই চাষ হচ্ছে বিভিন্ন এলাকায়। পুলিশ সুত্রে জানানো হয়েছে এই ধরনের অভিযান আগামীদিনে আরো চলবে।