ঘনিষ্ট বন্ধুর জন্মদিনে ধোনি, আইপিএল নিয়ে ধোনির বার্তা

মহেন্দ্র সিংহ ধোনি ছিলেন বেঙ্গালুরুতে। সেখানেই এক জন্মদিনের পার্টিতে দেখা গেল ক্যাপ্টেন কুলকে। রাঁচিতে, তাঁর শহরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ খেলল ভারতীয় দল। অনেকে ভেবেছিলেন, টিম ইন্ডিয়াকে সমর্থন করতে মাঠে হাজির হবেন তিনি। তাঁকে এক ঝলক দেখতে মুখিয়ে ছিলেন ভক্ত-অনুরাগীরাও।

কিন্তু তিনি, মহেন্দ্র সিংহ ধোনি ছিলেন বেঙ্গালুরুতে। সেখানেই এক জন্মদিনের পার্টিতে দেখা গেল ক্যাপ্টেন কুলকে। কদিন আগেই ধোনি গিয়েছিলেন চেন্নাইয়ে। চেন্নাই সুপার কিংস থেকে তাঁর একটি ভিডিও পোস্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছিল, আইপিএলের জন্য আগাম প্রস্তুতি শুরু করে দিতে চান এমএসডি। সেই কারণেই এত আগে থেকে চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন। ২০২৩ আইপিএলে তাঁকে দেখা যাবে কি না, তা নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে। তবে সিএসকে ধোনির ছবি-সহ একটি পোস্ট করে জানিয়ে দিয়েছে, ২০২৩-এর অপেক্ষা শুরু। ধোনি পরের আইপিএলেও খেলবেন বলেই সকলের বিশ্বাস।

ধোনির ঘনিষ্ঠ বন্ধু বরুণ কুমারের জন্মদিন ছিল রবিবার। সেই উপলক্ষ্যেই ধোনি গিয়েছিলেন বেঙ্গালুরুতে। সেখানে হাজির ছিলেন রবিন উথাপ্পা, দীপক চাহাররাও। সঙ্গে ছিলেন ধোনির ছোটবেলার বন্ধু সীমনান্ত লোহানি। যাঁকে চিট্টু নামে চেনেন ধোনির ঘনিষ্ঠ সকলেই। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর করা হয়েছিল মাহিকে। এবার অবশ্য যুক্ত করা হয়নি জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ককে।