মিললো না ধর্ণামঞ্চের অনুমতি

বিগত বেশ কিছু দিন ধরে ধর্নাস্থল নিয়ে একাধিক মতবিবাদ চলছে। অবশেষে এই বিবাদ কাটাতে সমস্যা সমাধানের ‘পথ’ দেখাল কলকাতা হাইকোর্ট। সম্প্রতি এই সংক্রান্ত একটি মামলায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট।

হাইকোর্ট তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে শহরের কোথায় কোথায় ধর্না দেওয়া যাবে বা কোথায় দেওয়া যাবে না এই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের একটা বিজ্ঞপ্তি জারি করা দরকার। হাইকোর্টের পর্যবেক্ষণ, এনিয়ে গাইডলাইন প্রকাশ করা উচিত।

নবান্ন বাসস্ট্যান্ডে ধর্নামঞ্চ করতে চেয়েছিল গ্রুপ ডি ঐক্য মঞ্চ, আপত্তি জানায় রাজ্য। সরকার তরফে নবান্ন বাসস্ট্যান্ডে কোনও দল বা সংগঠনকে ধর্না বা বিক্ষোভ সমাবেশের অনুমতি দেওয়া হয় না। সরকার জানায়, নবান্নের বাসস্ট্যান্ড থেকে প্রচুর বাস যাতায়াত করে। সেখানে ধর্নামঞ্চ হলে যাতায়াতের সমস্যা হতে পারে। তার বদলে হাওড়া ময়দানের কাছের জায়গার কথা বলা হয়েছিল। এরপরই এই সংক্রান্ত বিষয় স্পষ্ট করার নির্দেশ দেওয়া হয়।