এলাকার বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে গোটা এলাকায়। ব্যস্ত সময়ে বাইপাসের পাশে আরুপোতায় একটি গ্যারাজে বিধ্বংসী আগুন লাগে। দাউদাউ করে জ্বলল একাধিক গাড়ি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। পরিস্থিতি সামলাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকলের আধিকারিকরা। আতঙ্কে রীতিমতো হুড়োহুড়ি শুরু করেছেন বাসিন্দারা।
জানা গেছে, শনিবার সকালে বাইপাসের ধারে আরুপোতা এলাকার বাসিন্দারা দেখতে পান, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। এরপরই নজরে পড়ে দাউদাউ করে জ্বলছে গ্যারাজ। প্রচুর দাহ্য পদার্থ থাকার কারণে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। গ্যারাজে থাকা গাড়িগুলো পরপর জ্বলতে থাকে। এরপর খবর দেওয়া হয় দমকলে। এদিকে স্থানীয়রাই প্রাথমিকভাবে আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগান।
দমকল আধিকারিকরা সেখানে পৌঁছেই যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেন কাজ। এদিকে আশপাশের বাসিন্দাদের বাড়ি থেকে সরিয়ে ফেলা হয়। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দমকল আধিকারিকরা জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এলে অগ্নিকাণ্ডের কারণ বোঝা সম্ভব নয়। তবে ভিতরে কেউ আটকে ছিলেন না। হতাহতের কোনও খবর নেই।