শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন

শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন। আগুনের তীব্রতা এতটাই যে পুড়ে ছাই হয়ে গেছে একের পর এক দোকান। এখনও পর্যন্ত মোট ৮টি দোকান ক্ষতিগ্রস্ত হবার কথা জানা গেছে। কালো ধোঁয়ায় চারিপাশ একেবারে ঢেকে গেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল এসে উপস্থিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এখনও।

পুজোর মুখে এহেন পরিস্থিতিতে আচমকা ক্ষতির কারণে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। অন্যদিকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছালেও সেই ইঞ্জিন নাকি ঠিকমতো কাজ করতে পারছে না, এমনই অভিযোগ তোলেন ঘটনাস্থলে উপস্থিত থাকা লোকজনেরা। সূত্র মারফত জানা গেছে, প্রথমে দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

তারপর ঘটনাস্থলে আসে আরও ৩টি ইঞ্জিন ও সেনাবাহিনীর দমকল। এখনও পর্যন্ত ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। অনুমান করা হচ্ছে, শর্ট-সার্কিটের জেরেই এই আগুন লেগেছে। তবে সঠিক কারণ জানা যায়নি। এখনও এই ঘটনার কারণ অনুধাবন করছে স্থানীয় পুলিশ।