কালীপুজোর আগে হাওড়ার জুটমিলে বিধ্বংসী অগ্নিকাণ্ড

সামনেই কালীপুজোর আনন্দে ভাসতে শুরু করেছে বাংলার গোটা শহর থেকে শহরতলি। তবে শুক্রবার ধনতেরাসের সকালেই হাওড়ার এক জুটমিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে যার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এদিকে এই অগ্নিকাণ্ডটি যেখানে ঘটেছে, তার কাছেই রয়েছে একটি পেট্রোল পাম্প। ইতিমধ্যে ঘটনাস্থলে ১০ টি দমকলের ইঞ্জিন পৌঁছে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। 

জানা গিয়েছে, জুটমিলের গোডাউনে এই অগ্নিকাণ্ড ঘটেছে। সেখানে বহু দাহ্য পদার্থ মজুত ছিল। তবে কী থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে, প্রাথমিকভাবে তা এখনও জানা যায়নি। ঘটনার ঘটা মাত্রই এলাকার সকল মানুষ উদ্যোগ নিয়ে আগুন নেভাতে থাকেন। তারপর সেখানে তড়িঘড়ি পৌঁছায় দমকল।