বাজারে এল ডেটলের মাল্টি-ইউজ অ্যান্টিসেপটিক ক্রিম 

মাল্টি-ইউজ অ্যান্টিসেপটিক ক্রিম দিয়ে একটি নতুন ক্যাটাগরিতে প্রবেশ করল ডেটল। নতুন টিভিসিতে ডেটলের ট্যাগ লাইন হল ‘হর ঘর কা ফার্স্ট এইড’। উল্লেখ্য, ডেটল হল ভারতের সবচেয়ে বিশ্বস্ত জীবাণু সুরক্ষা ব্র্যান্ড। ৩০ মিলিগ্রামের ডেটল অ্যান্টিসেপটিক ক্রিমের প্যাকটি হল ডেটলের প্রথম ওভার-দ্য-কাউন্টার প্রোডাক্ট। যার দাম ৬০ টাকা।  

ডেটল অ্যান্টিসেপটিক ক্রিম হল ডেটল পোর্টফোলিওর একমাত্র প্রোডাক্ট যা দেশের সমস্ত ওষুধের দোকান এবং ফার্মেসিতে একচেটিয়াভাবে উপলব্ধ। বিভিনন ধরনের চোট- আঘাত থেকে প্রাথমিক ভাবে সুরক্ষা প্রদানের জন্য ডেটল অ্যান্টিসেপটিক ক্রিমটি তৈরি করা হয়েছে। যা সম্পূর্ণ রূপে ভারতে তৈরি।  

ডেটল অ্যান্টিসেপটিক ক্রিমটি ছোটখাটো ক্ষত স্থানে সরাসরি ব্যবহার করা যেতে পারে। যেমন-  ক্ষত, আঁচড়, ছোটখাটো পোড়া প্রভৃতি। ডেটল অ্যান্টিসেপটিক ক্রিমটি ৯৯.৯% জীবাণু সুরক্ষা প্রদান সহ  সংক্রমণ প্রতিরোধ করে। রেকিট সাউথ এশিয়ার হেলথ অ্যান্ড নিউট্রিশনের রিজিওনাল মার্কেটিং ডিরেক্টর দিলেন গান্ধী বলেন, ডেটল অ্যান্টিসেপটিক  হল একটি ওটিসি পণ্য যা গ্রাহকরা সংক্রমণ এড়াতে ছোটখাটো কাটা,  এবং খোলা ক্ষত গুলিতে ব্যবহার করতে পারবেন।