‘ডেটল বনেগা স্বস্থ্ ইন্ডিয়া’র বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

রেকিটের ‘ডেটল বনেগা স্বস্থ্ ইন্ডিয়া’ প্রচারাভিযান দেশব্যাপী ৩০ মিলিয়ন শিশুকে হাতের স্বাস্থ্যবিধির গুরুত্ব সম্পর্কে শিক্ষিত করার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ (গ্লোবাল হ্যান্ডওয়াশিং ডে ২০২৪) উদযাপন করেছে। ‘ক্লিন হ্যান্ডস ফর অল: অ্যাডভান্সিং হেলথ ইক্যুইটি থ্রু হাইজিন’ থিমের ভিত্তিতে আয়োজিত এই ইভেন্টে সর্বক্ষেত্রের সব শিশুর জন্য স্বাস্থ্যবিধি সংক্রান্ত শিক্ষা সহজলভ্য করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।

এই প্রচারাভিযানে ২৯টি রাজ্য এবং ৭টি কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। একাধিক ভারতীয় ভাষায় স্বাস্থ্যবিধি সম্পর্কিত তথ্য প্রদানের ব্যবস্থা করে ডেটল হাইজিন চ্যাটবট ‘হাইজিয়া ফর গুড হাইজিন’ও (Hygieia For Good Hygiene) চালু করা হয়েছে। এই উদ্যোগটি ভারত সরকারের ক্লিন ইন্ডিয়া (Clean India) আন্দোলনের সঙ্গে একত্রিত হয়ে স্বাস্থ্যবিধি সমতার (hygiene equity) প্রতি প্রতিশ্রুতিবদ্ধতার উপর জোর দিয়েছে।

রেকিট সাউথ এশিয়ার ডিরেক্টর অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স অ্যান্ড পার্টনারশিপস রবি ভাটনগর স্বাস্থ্যবিধি শিক্ষায় বাধা দূর করার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘স্বাস্থ্যবিধির সমতার ওপর আমাদের মনোযোগ আগের চেয়ে আরও বেশি জোরদার হয়েছে।’  গ্রামালয় এবং প্ল্যান ইন্ডিয়া-র মতো সহযোগীরা সমাজে স্বাস্থ্যবিধির প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে অসুস্থতা প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ হাত ধোয়ার কৌশলগুলি শেখানোর লক্ষ্যে এই প্রচারাভিযানে অংশ নিয়েছে। ‘গ্লোবাল হ্যান্ডওয়াশিং ডে’ পালন শেষ হওয়ার সঙ্গে সমাজের সকল স্তরে স্বাস্থ্যবিধি সচেতনতা প্রচারের মাধ্যমে ১ কোটি শিশুকে যুক্ত করার জন্য একটি দেশব্যাপী প্রচেষ্টা শুরু করা হয়েছে।