‘ডেটল বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া’

‘ডেটল বনেগা স্বস্থ ইন্ডিয়া’র পুষ্টিদায়ক উদ্যোগ ‘রিচ ইচ চাইল্ড’ কর্মসূচির সফল দুই বছর পর সমাজে তার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। অমরাবতী ও নান্দুরবার জেলায় এই কর্মসূচির ফলে অপুষ্টিতে শিশুমৃত্যুর হার শূণ্যতে নেমে এসেছে। একইসঙ্গে হাজার হাজার মৃত্যু রোধ করা সম্ভব হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে ৫ বছরের নীচের অসংখ্য শিশুর পাশে দাঁড়াতে একটানা চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য একদল ফ্রন্টলাইন ওয়ার্কার সৃষ্টি করা হয়েছে, যার নাম ‘কমিউনিটি নিউট্রিশন ওয়ার্কার্স’।

রেকিট ও প্ল্যান ইন্ডিয়া সচেতনভাবে দেশের মা ও শিশুদের স্বাস্থ্যের মান বাড়াতে পুষ্টির জোগান দিয়ে চলেছে। ২০২১ সালে শুরু হওয়া ‘রিচ ইচ চাইল্ড’ উদ্যোগের তৃতীয় পর্যায়ের মাধ্যমে প্রথম ১০০০ দিনে মা ও শিশুদের সহায়তা জোগানো হয়েছে। এই উদ্যোগের কারণে বিগত দুই বছরে অমরাবতী ও নান্দুরবার জেলায় বহু পরিবারে উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব হয়েছে।

অমরাবতী ও নান্দুরবার জেলায় অপুষ্টির কারণে মৃত্যুশূন্য গ্রামগুলিতে ‘রিচ ইচ চাইল্ড’ কর্মসূচির মাধ্যমে সব জেলা পরিষদ কার্যালয়ে ‘তখতি’ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভারত সরকারের ‘ন্যাশনাল হেলথ মিশন’-এর সঙ্গে সঙ্গতি রেখে অপুষ্টিরোধ ও ইউএন-এর ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস বাই ২০৩০’ অর্জন করতে রেকিট তার সহযোগী প্ল্যান ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে ‘রিচ ইচ চাইল্ড’ কর্মসূচি নিয়ে।