শারীরিক অবস্থার অবনতি হয়েছে জনপ্রিয় কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তবের। বর্তমানে এই স্ট্যান্ড আপ কমেডিয়ান ভেন্টিলেশনে রয়েছেন, হাসপাতাল সূত্রে খবর এমনটাই।
উল্লেখ্য, জিম করার সময় হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবারই দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা। হাসপাতাল সূত্রে খবর, রাজু শ্রীবাস্তবের হৃৎপিণ্ডে কয়েকটি ব্লক ধরা পড়েছে।
তাঁর শারীরিক অবস্থা বেশ জটিল। আপাতত চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন রাজু। অভিনেতার অসুস্থতার খবর শুনে রাজু শ্রীবাস্তবের স্ত্রীকে বৃহস্পতিবার ফোন করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে এদিন তিনি রাজুর স্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন বলে খবর। সেই সঙ্গে রাজুর চিকিৎসায় উত্তরপ্রদেশ সরকার সমস্ত রকম সহায়তা করবে সেই আশ্বাসও দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে।
রাজুর শ্রীক্রেটারি অজিত সাক্সেনা অভিনেতার অসুস্থতা প্রসঙ্গে জানিয়েছেন, একটি বিশেষ রাজনৈতিক দলের বিশিষ্ট নেতাদের সঙ্গে দেখা করতে দুদিন আগে দিল্লিতে এসেছিলেন রাজু। বুধবার সকালে ঘুম থেকে উঠে তিনি হোটেলের জিমে যান।
সেখানেই এক্সারসাইজ করার সময় হঠাৎ তাঁর বুকে ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই জানা যায়, জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছেন রাজু। আপাতত দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
অন্যদিকে, রাজু শ্রীবাস্তবের শারীরিক অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই মন খারাপ তাঁর ভক্তদের। উল্লেখ্য, দেশের শীর্ষস্থানীয় কমেডিয়ানদের মধ্যে একজন রাজু শ্রীবাস্তব।
দেশে তো বটেই, দেশের বাইরেও বহু ভক্ত রয়েছে রাজুর। সেই অভিনেতাই এভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় রীতিমতো চিন্তিত তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই রাজুর সুস্থতা কামনা করেছেন।