কোভিডের নাকের টিকা নিয়ে বিস্তারিত

বছর শেষে আবার নতুন করে করোনা মাথাচাড়া দিচ্ছে কোভিড, উদ্বিগ্ন গোটা বিশ্ব। আর এই ঘটনায় এখন থেকেই নড়েচড়ে বসছে ভারত। এরই মধ্যে গত সপ্তাহে ভারতে এসে গিয়েছে ভারত বায়োটেকের নাকে দেওয়ার কোভিড টিকা। সংস্থার তরফে জানানো হয়েছে, এই টিকার দাম পড়বে ৮০০ টাকা। বেসরকারি হাসপাতাল থেকে নিতে হলে, এর দামের সঙ্গে ৫ শতাংশ জিএসটি যুক্ত হয়ে টিকার দাম দাঁড়াবে ৮৪০ টাকা। সরকারি হাসপাতাল থেকে নিলে ৫ শতাংশ জিএসটি ছাড়া টিকার দাম পড়বে ৩২৫ টাকা।

ন্যাশনাল টেকনিক্যাল গ্রুপ অন ইমিউনাইজেশন-এর প্রধান এনকে অরোরার কথায়, ‘‘প্রথম বুস্টার টিকা হিসাবে নাকে দেওয়ার কোভিড টিকা নেওয়া যেতে পারে। কেউ যদি ইতিমধ্যেই বুস্টার টিকা নিয়ে থাকেন তা হলে তিনি আর নাকে দেওয়ার কোভিড টিকা নিতে পারবেন না। এই টিকা শুধুমাত্র তাঁদের জন্য যাঁরা এখনও পর্যন্ত বুস্টার টিকা নেননি। কো-উইন অ্যাপে কেউ যদি চতুর্থ বার কোভিড টিকা নেওয়ার জন্য নাকে দেওয়া টিকার বুকিং করতে চান, তাহলে তা গ্রহণ করা হবে না।’’

এনকে অরোরার মতে, এই টিকা কেবল কোভিডের বিরুদ্ধে নয়, শ্বাসযন্ত্রের উপর হামলাকারী যে কোনও ভাইরাসের বিরুদ্ধেই শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। ১৮ বছরের উর্ধ্বে যে কেউ এই টিকা নিতে পারেন। টিকা নেওয়ার পর কিছু ক্ষণের জন্য নাক বন্ধ হতে পারে, তাতে ভয়ের কিছু নেই৷ এই নাসাল ভ্যাকসিনের অন্য কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই।