বিধ্বংসী আগুন মল্লিকবাজারে

কলকাতার মল্লিকবাজারে অবস্থিত ‘পার্ক শো হাউস’ সিনেমা হলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো। সূত্রে খবর মঙ্গলবার, দুপুর ২ টো নাগাদ এই আগুন লাগে। প্রজেক্টার রুমের পাশে আগুনটি লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পাঁচটি দমকল ইঞ্জিন পৌঁছায়। দুপুর ৩ টের পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে দমকল সূত্রে জানা যায়। আরো জানা গেছে, এই বিধ্বংসী আগুনে সিনেমা হলের কাঁচ ভেঙে ধোঁয়া বেরোতে শুরু করেছিল।

দমকল সূত্রে খবর, সিনেমা হলের পাশেই ঝুপড়ি এবং হাসপাতাল থাকায় যথেষ্ট উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে যে, সিনেমা হলটি অনেক দিন ধরেই বন্ধ ছিল। তাই আগুন লাগার প্রকৃত কারণ খুঁজতে তৎপর হয়েছে দমকল বিভাগ। দীর্ঘদিন বন্ধ থাকার পরে কী ভাবে এই সিনেমা হলে আগুন লাগল তা নিয়েও উঠেছে বিভিন্ন প্রশ্ন!