স্বস্তি মিলল দেশের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

বেশ কিছুদিনের চিন্তার পর এবার স্বস্তি মিললেও দেশের করোনার দৈনিক সংক্রমনের সংখ্যায়। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ২৫৪। দেশে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩২ লক্ষ ৬৪ হাজার ১৭৫। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের পাশাপাশি মৃত্যু, অ্যাকটিভ রোগীর সংখ্যা – সবই নিম্নমুখী। মিললো বড়োসড়ো স্বস্তি। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছিল ২১৯ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৮৭৪ জনের। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৭৪ হাজার ২৬৯। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৪ লক্ষ ৪৭ হাজার ৩২। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮৭ জন।

করোনার তৃতীয় ঢেউ আগমনের আশঙ্কায় কাঁটা দেশ। তা ঠেকানোর প্রাণপণ চেষ্টা জারি দেশজুড়ে। আরও জোর দেওয়া হল টিকাকরণে। স্বাস্থ্যমন্ত্রকের দাবি, ৬টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং প্রায় সবকটি রাজ্যেই প্রথম ডোজের টিকাকরণ ১০০ শতাংশ সম্পূর্ণ হয়েছে। সবমিলিয়ে, এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে দাবি বিশেষজ্ঞদের। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুসারে ৬.২৬ লাখ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজটি নিয়েছেন দাদার ও নগর হাভেলি এবং দমন-দিউতে।  লাক্ষাদ্বীপে ৫৩ হাজার ৪৯৯ জনের করোনার টিকা নেওয়া হয়ে গিয়েছে। হিমাচলপ্রদেশে ৫৫.৭৪ লাখ মানুষের করোনা ভ্যাকসিন হয়ে গিয়েছে। লাদাখে করোনার টিকার পয়লা ডোজটি দেওয়া হয়েছে ১.৯৭ লাখ জনকে। গোয়ায় পেয়েছেন ১১.৮৩ লাখ মানুষ।