সংক্রমণের সংখ্যায় বড়সড় স্বস্তি মিলল দেশে

ফের বড়সড় পতন এল দেশের কোভিড গ্রাফে। প্রায় তিন মাস পরে চল্লিশ হাজারের নীচে নামল দেশের দৈনিক করোনা সংক্রমণ। বড় স্বস্তি এলো দেশে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা সংক্রমণ ৩৯ হাজার ৭৯৬। এ ছাড়া, দৈনিক মৃত্যুর সংখ্যা কমে হয়েছে ৭২৩। গত কয়েকদিনে দৈনিক মৃতের সংখ্যা ৯০০-র উপরে ছিল। সেই তুলনায় সপ্তাহের প্রথম দিন এই পরিসংখ্যান অনেকটা স্বস্তিদায়ক। এপর্যন্ত মৃত্যুর মুখে পড়েছেন মোট ৪ লক্ষ ২ হাজার ৭২৮ জন। দৈনিক সুস্থতার সংখ্যা ৪২ হাজার ৯৫২। এ নিয়ে করোনার কবলমুক্ত হয়েছেন মোট ২ কোটি ৯৭ লক্ষ ৪৩০ জন। ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের তুলনায় সুস্থ রোগীর সংখ্যা বেশি। ওই সময়ের মধ্যে ৪২ হাজার ৩৫২ জন কোভিড থেকে সেরে উঠেছেন।

এই মুহূর্তে দেশে গণটিকাকরণের কাজ চলছে জোরকদমে। জানুয়ারির মধ্যভাগ থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে ৩৫ কোটি ২৮ লক্ষ ৯২ হাজার ৪৬ জনকে করোনা ভ্যাকসিন দেওয়ার কাজ শেষ। যদিও কেন্দ্রের লক্ষ্য, ডিসেম্বরের মধ্যেই দেশবাসীকে বিনামূল্যে টিকা দেওয়ার কাজ শেষ করা। এদিকে, টিকাকরণের কাজে সুবিধায় কেন্দ্রের আনা CoWin অ্যাপ নিয়ে আজ বিশ্বের দরবারে বক্তব্য রাখবেন মোদি। তুলে ধরবেন অ্যাপটির সুবিধা এবং কার্যকারিতা।