ভারতের আপত্তি থাকা সত্তেও চিনা জাহাজকে নোঙরের অনুমতি শ্রীলঙ্কা তরফে

ভারত চীন দ্বন্দ্ব বরাবরের। চলতে থাকা দ্বন্ধের পরিস্থিতিতে নয়াদিল্লির আপত্তি অগ্রাহ্য করেই শ্রীলঙ্কার বন্দরেই ভিড়তে চলেছে বিতর্কিত চিনা জাহাজ। শ্রীলঙ্কা সরকারের তরফে সেই ছাড়পত্র দেওয়া হয়েছে৷ এমনটাই জানা গেছে৷

দাবি করা হয়েছে, চিনা জাহাজ ‘ইউয়ান ওয়াং ৫’-কে গবেষণা ও সমীক্ষার কাজে ব্যবহার করা হয়৷ কিন্তু, ওয়াকিবহাল মহলের একটি অংশ নিশ্চিত, এর মাধ্যমে নজরদারির কাজ চালায় চিন। এমনিতেই ভারত মহাসাগরে ক্রমেই তৎপরতা বাড়াচ্ছে ড্রাগনের দেশ।

পাশাপাশি দ্বীপরাষ্ট্রেও নিজেদের প্রভাব ক্রমশ বাড়িয়ে চলেছে বেজিং। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে চিনা জাহাজের উপস্থিতি নিয়ে প্রথম থেকেই সংশয় প্রকাশ করে এসেছে নয়াদিল্লি।

প্রাথমিক ভাবে স্থির হয়েছিল, আগামী ১১ অগাস্ট চিন নিয়ন্ত্রিত শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে নোঙর করবে ‘ইউয়ান ওয়াং ৫’। কিন্তু ভারতের প্রবল আপত্তিতে বেজিংকে জাহাজের আগমন অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দিতে বলে কলম্বো।

কিন্তু শ্রীলঙ্কার বন্দরমন্ত্রী নির্মল পি সিলভা জানিয়েছেন, এই বিষয়ে বিদেশ মন্ত্রকের ছাড়পত্র মিলেছে।যার ফলে ১৬ থেকে ২২ অগস্ট পর্যন্ত চিনের এই বিতর্কিত জাহাজটি হামবানটোটায় থাকবে।

হামবানটোটা বন্দর সূত্রে খবর, রাত পর্যন্ত চিনের জাহাজটি শ্রীলঙ্কার জলসীমা থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছিল। ক্রমেই সেটি হামবানটোটা বন্দরের দিকে এগিয়ে আসছে।

উল্লেখ্য, ১১২ কোটি মার্কিন ডলারের বিনিময়ে ৯৯ বছরের জন্য শ্রীলঙ্কার এই বন্দরটি লিজ নিয়েছে চিন। ১৪০ কোটি ডলার খরচ করে একটি চিনা সংস্থাকে দিয়ে এই বন্দরটি তৈরি করেছে শি জিনপিং-এর দেশ৷