রাজ্যসভা থেকে সাসপেন্ড করা হল ডেরেকে

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধী শিবির। লোকসভায় অনাস্থা বিতর্ক শুরু হওয়ার আগেই রাজ্যসভায় সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

রাজ্যসভার অধিবেশনে বিশৃঙ্খল আচরণের অভিযোগে ডেরেককে সাসপেন্ড করা হয়েছে। তাঁকে পুরো বাদল অধিবেশনের জন্যেই সাসপেন্ড করেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। এদিন মণিপুর ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যসভার অধিবেশন। বিতর্ক শুরু হওয়ার আগেই অধিবেশন মুলতুবি হয়ে যায়৷

সভা শুরু হতেই চেয়ারম্যানের সঙ্গে প্রবল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। রীতিমতো আঙুল উঁচিয়ে কথা বলতেও দেখা যায়। ডেরেককে সাসপেন্ড করার প্রস্তাব পেশ করেন রাজ্যসভার নেতা পীযূষ গোয়েল। এরপরেই তাঁকে রাজ্যসভা থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন চেয়রম্যান।