ডেঙ্গুয়াঝাড় টি, জি দুর্গা পূজা কমিটি থেকে দুর্গা পূজায় আদিবাসী নৃত্য মেলার আয়োজন করে

জলপাইগুড়ি ডেঙ্গুয়াঝাড় টি,জি দুর্গাপূজা কমিটি উদ্যোগে দুর্গাপূজা কে কেন্দ্র করে একাদশী রাতে আদিবাসীদের আদিবাসী নৃত্যের ( এলাকায় প্রচলিত নাচের মেলা বলে) নাচের মেলার পাশাপাশি মেলাও বসে। ধামসা মাদলের তালে সকলেই মেতে উঠেন। রাতে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় চা বাগানে বিজয়া দশমী উপলক্ষে যাত্রা মেলা। রবিবার সন্ধ্যা থেকে এই যাত্রা মেলার উদ্বোধন হয়। রাতভর চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় কেনাকাটা, রাতভর মেলায় জমজমাট ভীড় হয়েছে। মেলা কমিটির আয়োজকরা জানায় এখানে আগে শুরু বিজয়া দশমির দিন যাত্রা মেলা হত।

২০০৪ সাল থেকে দুর্গাপূজা শুরু করা হয়েছে। দুর্গাপূজার দশমীর দিন এখানে যাত্রা মেলা অনুষ্ঠিত হয়। পাশাপাশি সারা রাত বাপি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান।