বাজেট পেশের সময় বিক্ষোভ গেরুয়া শিবিরের

চলছে বাজেট পেশ। রাজ্যপাল ভাষণ সম্পূর্ণ করতে পারেননি বিধানসভায় বিজেপির বিক্ষোভের জেরে। গত সোমবার যে ঘটনা ঘটেছিল তা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। বিজেপির বিরুদ্ধে সুর চড়ান খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরকে চরম আক্রমণ করেছিলেন তিনি। এবার আজ আবার একই ঘটনা ঘটল বিধানসভাতে। রাজ্য বাজেট পেশের সময় ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। পরে ওয়াক আউট করে তারা।

এদিন বিধানসভায় বাজেট পেশ করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেই সময় আচমকা হইহট্টগোল শুরু করে বিজেপি। চন্দ্রিমার বাজেট বক্তৃতার মাঝেই বিজেপি বিধায়করা হইচই শুরু করেছিল। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের দাবি, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়া হয়েছে রাজ্য বাজেটে। সেই ইস্যু তুলে ধরেই বিক্ষোভ দেখাতে থাকে তারা। তাদের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশন প্রকল্পের নাম বদল করা হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পকেই রাজ্য ‘জল স্বপ্ন’ নাম দিয়ে চালাচ্ছে। এই নিয়েই তুমুল বিক্ষোভ শুরু হয়। সেই বিক্ষোভের মাঝেই বক্তৃতা দিতে থাকবেন চন্দ্রিমা। শেষে বিক্ষোভ দেখাতে দেখাতে বিধানসভা থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা। তবে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, আগের দিনের মতোই এদিন পরিকল্পিতভাবে বিক্ষোভ দেখিয়েছে।

এদিন বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিটি ক্ষেত্রে বিভিন্ন প্রকল্প চলছে৷ সেগুলি চলবে৷ এই বছর মোট বাজেট বরাদ্দ ৩.৮ গুণ বেড়েছে৷ স্বরাষ্ট্র এবং পার্বত্যবিষয়ক দফতরে বরাদ্দ করা হয়েছে ১২ হাজার ৫৫৭ কোটি টাকা। উত্তরবঙ্গের উন্নয়নে ৭৯৭ কোটি ৪৩ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। খেলাধূলোর ক্ষেত্রে ৭৪৯ কোটি ৮১ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে এদিন। আবার কৃষি বিপণনে ৪০৩.৩০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে৷ একই সঙ্গে কৃষিক্ষেত্রে ৯ হাজার ৩১০.২০ কোটি বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। কৃষি ক্ষেত্রে ১১.৩ গুন বরাদ্দ বেরেছে৷ অন্যদিকে, স্কুল শিক্ষা ক্ষেত্রে ৩৫ হাজার ১২৬ কোটি ১৩ লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব রাজ্য বাজেটে। নগরোন্নয়নে প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ।