এফসিআই গোডাউনের অস্থায়ী কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে ধর্ণা ও বিক্ষোভ প্রদর্শন

কোচবিহার: বিগত ১০ বছর ধরে নিউ কোচবিহারে অবস্থিত কেন্দ্রীয় সরকারের ফুড সাপ্লাই অফিসের গোডাউনে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করে আসছেন প্রায় 48 জন কর্মী। কিন্তু হঠাৎ গতকাল তাদের সেখান থেকে ছাঁটাই করা হয় বলে অভিযোগ।

জানা গিয়েছে নিউ কোচবিহারে অবস্থিত ফুড সাপ্লাই গোডাউনে গত ১০ বছর ধরে নিরন্তর কাজ করে আসছেন 48 জন অস্থায়ী কর্মী। তবে হঠাৎ এই ভাবে কিছু না জানিয়ে তাদের ছাঁটাই করে দেওয়ায় তারা সকলেই দিশেহারা হয়ে পড়েছেন।

এই ছাঁটাইয়ের বিরোধিতায় এদিন তারা এফসিআই গোডাউনের গেটের সামনে ধর্ণায় বসে পড়েন।

এই বিষয়ে অস্থায়ী কর্মী রণজিৎ রায় বলেন,
আমরা গত ১০ বছর ধরে এখানে আছি। করোনাতেও এখানে ডিউটি করেছি। গত পাঁচ মাস ধরে আমাদের বেতনও বন্ধ রয়েছে। তারপরে আমরা আশায় ছিলাম কোম্পানি যেহেতু আছে বেতন আমরা পাব।

গতকাল এফসিআই কর্তৃপক্ষ জানায় আমাদের কোম্পানি থেকে বাতিল করা হয়েছে। তারপর থেকেই আমরা আন্দোলনে নামি। আমাদের কাজে পুনর্বহাল করতে হবে এটাই আমাদের দাবি। সেই সাথে আমাদের যা বকেয়া পাওনা রয়েছে তা মিটিয়ে দিতে হবে। যত দিন তা না হবে আমাদের আন্দোলন চলবে।

তাদের এ কথা শোনা মাত্রই কোচবিহার জেলার আইএনটিটিইউসি সভাপতি পরিমল বর্মন তাদের পাশে এসে দাঁড়ান এবং বলেন, গত কয়েক দিন যাবত আমরা এটা বুঝতে পারছিলাম যে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে এফসিআই গোডাউন এর কর্তৃপক্ষ এখানে যে 48 জন অস্থায়ী কর্মচারী রয়েছেন। তাদের তারা ছাঁটাই করতে পারে। তারা এখানে সিকিউরিটি গার্ড সহ অন্যান্য কাজ করে আসছেন। তাদের পরিবর্তে ঝারখন্ড, বিহার থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের নিয়োগ করতে চলেছে। এরপর আইএনটিটিইউসি পক্ষ থেকে আমরা কোচবিহারের এফসিআই কর্তৃপক্ষকে ডেপুটেশন দিয়েছি। কিন্তু গতকাল তাদের এখান থেকে বের করে দিয়ে গেটের চাবি নিয়ে নেওয়া হয়। তারপর তারা এখানে ঠান্ডার মধ্যে ধর্ণায় বসে পড়ে।

আমরা চাই অবসরপ্রাপ্ত সেনাবাহিনী যদি কাজ করে তো ভালো তারা করতে পারে। কিন্তু যেসব অস্থায়ী কর্মী এখানে ১০ বছর ধরে কাজ করছে। তারাও যেন এখানে কাজে বহাল থাকে।