বেআইনি ভুটভুটি বন্ধের দাবিতে বিক্ষোভ

পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যান চালকদের হয়রানি এবং বেআইনি ভুটভুটি বন্ধের দাবিতে বিক্ষোভ মাথাভাঙ্গায়।মাথাভাঙ্গা পণ্যবাহী ট্রাক ও পিকআপ ভ্যান চালক তৃণমূল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন দাবি নিয়ে মাথাভাঙ্গা মহকুমা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করলো।মাথাভাঙ্গা শহরে একটি মিছিল করে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন ও পরে স্মারকলিপি প্রদান করা হয়।এদিনের স্মারকলিপিতে নেতৃত্ব দেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক আলিজার রহমান, ফজরুল হক,রফিক আহমেদ সহ অন্যান্য নেতৃত্বরা। তাদের অভিযোগ পণ্য পরিবহনকারী পিকআপ ভ্যান চালকদের গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও সামান্য কিছু পণ্য বহন করলেই ওভারলোডিং অজুহাত দেখিয়ে এমভিআই এবং পুলিশ অতিরিক্ত জরিমানা করছেন। তাদের দাবি মানবিক দৃষ্টিকোণ দিয়ে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রশাসনকে। তাদের আরো দাবি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে প্রশাসন এবং পরিবহন দপ্তরকে নাকের ডগায় ভুটভুটি পণ্য বহন করছে,যেখান থেকে সরকার একটি কানাকড়ি ও ট্যাক্স পায়না এবং যা পথ চলতি মানুষের ক্ষেত্রে খুবই বিপদজন। এমত অবস্থায় প্রশাসনের কাছে সংগঠনের দাবি সরকারকে ট্যাক্স থেকে শুরু করে যাবতীয় সরকারের নিয়ম পালন করে পণ্য বহন করে থাকি সেক্ষেত্রে আমরা এই বেআইনি এবং অবৈধভাবে চলা অবৈজ্ঞানিকভাবে নির্মিত বেআইনি ভুটভুটি বন্ধ করার দাবি জানানো হচ্ছে।আলীজার সাহেব বলেন যদি এই দাবি পুরন না হয় তাহলে পুজোর পরে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে তৃণমূল শ্রমিক সংগঠন। এই বিষয়ে মাথা ভাঙ্গা মহকুমা শাসক অচিন্ত্যকুমার হাজরা জানান একটি স্মারকলিপি পেয়েছি বিষয়টি খতিয়ে দেখা হবে।