বহুদিনের অভিযোগ, রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে শহরের রাস্তায় বিক্ষোভ কর্মসূচি করল ‘অল বেঙ্গল সিএসসি ভিএলই ইউনিয়ন’। মূল দাবি, ডিজিটাল আর্মির নামে শোষণ নয়, ন্যায্য অধিকার চাই। এছাড়া আরও প্রায় ১০ দফা দাবিতে সরব হয় তারা। প্রায় ৩০০ কর্মী মিছিল শুরু করে সিএসসি ই- গভারনেন্স সার্ভিস ইন্ডিয়ায় লিমিটেডের সদর দফতর পর্যন্ত যায়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ-এর রাজ্য সাধারণ সম্পাদক অনাদি সাহু। ইউনিয়নের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, সম্পাদক অনির্বাণ রায়, রেজাউল ইসলাম, রাজিবুল মোল্লা সুব্রত পাল, শক্তিপদ জানা, জয় চক্রবর্তীরা।
এই সংগঠনের বক্তব্য, সারা দেশ জুড়ে প্যান কার্ড, আধার কার্ড, অনলাইনে ট্রেন বা ফ্লাইটের টিকিট কাটা, ব্যাঙ্কের সেবা কেন্দ্র, ই-শ্রম পোর্টাল, কৃষি মানধন যোজনা, কৃষক নিধি প্রকল্প ইত্যাদির কাজ মূলত করে তথ্যমিত্র কেন্দ্র বা CSC VLE।সরকার এদের ডিজিটাল আর্মি বলে ভূষিত করে। কিন্ত আধার কার্ড, প্যান কার্ড, ই-শ্রম কার্ড সহ বিভিন্ন কাজের লেজার মানে কাজের হিসেব দিচ্ছে না। কমিশানের টাকা বাঁকি রাখা হচ্ছে। আরও দাবি, কয়েক কোটি টাকা কেন্দ্রীয় সরকারের থেকে পেলেও তা অন্য খাতে খরচ করা হচ্ছে।
এদিন ডেপুটেশন দেওয়ার অনেকগুলি ইতিবাচক আশ্বাস পাওয়া গিয়েছে বলে জানান হয়েছে। কিন্তু রাজ্য সরকারের পঞ্চায়েত ও আইটি দফতরের থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি বলেও দাবি। ইউনিয়নের পক্ষ থেকে বক্তব্য, আগামী মার্চ মাসের মধ্যে এইসব সমস্যার সমাধান না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।