একাধিক দাবিতে পুরনিগমের প্রধান গেটের সামনে বিক্ষোভ সাফাই কর্মীদের

শহরকে পরিষ্কার রাখা যাদের কাজ তাঁরাই আজ নিজেদের হকের পাওনার দাবি নিয়ে পথে। অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, মহার্ঘ্য ভাতা প্রদান, বেতন দেবার সঠিক দিন নির্ধারণ, শূন‍্যপদ পূরণ ছাড়াও একাধিক দাবির ভিত্তিতে আজ বাঘাযতীন পার্কের মূল গেটের সামনে থেকে এক মিছিল বেড়িয়ে শিলিগুড়ি পুরনিগমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। পুরনিগমের প্রধান গেটে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন‍্য শিলিগুড়ি থানার আইসি অনুপম মজুমদার এর নেতৃত্বে বিশাল পুলিশ নিযুক্ত ছিলেন।

উত্তরবঙ্গ সাফাই কর্মচারী ওয়েল ফেয়ার অর্গানাইজেশন এর সহকারী সহ-সভাপতি সিও প্রসাদ মেলা জানান, তাদের আন্দোলন দীর্ঘদিনের। এই আন্দোলনের ফল এখনও পর্যন্ত তাঁরা পায়নি। তাঁরা সব সময় শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, কিন্তু তাদের পরিবারের দিকে কারো দৃষ্টি নেই। তিনি আরো জানান, আজ গৌতমবাবু সঙ্গে কথা বলবেন তাতে যদি কোন কাজ না হয় তাহলে আগামীতে আরো বড়ো আন্দোলন গড়ে তোলা হবে।
আজ এই আন্দোলনে অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি রহিত তেওয়ারী, সম্পাদক বিনোদ রাউত সহকারী সম্পাদক সুজয় রাউত।